মঙ্গলবার ১ জুলাই ২০২৫ - ০৯:২১
যে কান্না ও আহাজারি পাপের ভার হালকা করে

মানবজীবনে পাপ থেকে মুক্তি পাওয়া ও আত্মার পরিশুদ্ধি একটি গুরুত্বপূর্ণ চাহিদা। ইসলাম আমাদের সামনে তওবা, ইবাদত ও নেক আমলের পাশাপাশি এমন কিছু হৃদয়স্পর্শী মাধ্যমও তুলে ধরেছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। এমনই এক অনন্য মাধ্যম হলো—হযরত ইমাম হুসাইন (আ.)-এর জন্য সত্যিকারের কান্না করা।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) এই কান্নার মাহাত্ম্য সম্পর্কে বলেছেন,
إِنَّ البُکاءَ عَلَی الحُسَینِ (علیه‌السلام) یَحُطُّ الذُّنوبَ العِظامَ
নিশ্চয়ই হুসাইন (আ.)-এর জন্য ক্রন্দন— বড় বড় পাপসমূহকে মুছে দেয়।

[কামিলুয যিয়ারাত, পৃষ্ঠা ১০১]

এই হাদীস আমাদের চোখের অশ্রুকে অর্থবহ করে তোলে। এটি বোঝায় যে, হুসাইন (আ.)-এর ত্যাগ ও কারবালার মর্মান্তিক ঘটনার প্রতি আন্তরিক অনুভূতি ও কান্না আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং পাপ মোচনে সহায়তা করে। এমন কান্না শুধুমাত্র আবেগ নয়, বরং তা আত্মশুদ্ধির এক অলৌকিক পথ—যা আল্লাহর করুণা ও ক্ষমার দরজা খুলে দিতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha